শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কর্মহীন ও ছিন্নমূল মানুষের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেন রেলওয়ে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২০, ২০২০, ১১:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

কবি, সাইবতার জনক সাইফুল্লাহ আল মামুন। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষ আর ছিন্নমূল মানুষের মাঝে ছুটের আসেন সোমবার (২০এপ্রিল/২০২০)। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

ঘরে থাকি নিরাপদ থাকি
অন্যকে নিরাপদে রাখি ।
শ্লোগান সাইফুল্লাহ আল মামুন বলেন, পুলিশ মানুষের কষ্ট বুঝে, মানবিক পুলিশ। এখন সবার জন্য উদাহরণ। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারাদেশে পুলিশ মানবিক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আপনারা নিরাপদে থাকলে, নিরাপদ থাকবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
কমলাপুর রেল স্টেশনে রেলওয়ে পুলিশের উদ্যোগে প্রত্যেককে দেয়া হয় ত্রাণ সামগ্রী ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল।