শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

করোনা ভাইরাসের প্রার্দুভাবের নিষেধাজ্ঞা অগ্রাহ্য : গৌরীপুরে এক মোটর সাইকেলে চারবন্ধুর আনন্দভ্রমণ-বিষাদে রূপ নিলো

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৩১, ২০২০, ৭:৩৯ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর-রামগোপালপুর সড়কে মঙ্গলবার (৩১মার্চ/২০২০) এক মোটর সাইকেল চার বন্ধু আনন্দ ভ্রমণে বের হয়। মোটর সাইকেলটি পৌর শহরের পূর্বদাপুনিয়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী দোকানের খুঁটিতে লেগে ৪জনই আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলটি পুরো ফাঁকা রাস্তায় পঙ্খীরাজের মতো এদিক-সেদিক দ্রুত গতিতে যাচ্ছিলো। পূর্বদাপুনিয়ার নুর মোহাম্মদ খান মার্টেকের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের খুঁটির সঙ্গে মোটর সাইকেলের আরোহীদের ধাক্কা লাগে। এ সময় আহত হন চার বন্ধুই! আহতরা হলেন আবুল কাসেমের পুত্র শামীম মিয়া (২৫), আব্দুস সাত্তারের পুত্র মোঃ ইমরান মিয়া (২০), মোঃ ইসলাম উদ্দিনের পুত্র মোঃ আল কাইয়ুম (২১) ও আসর আলীর পুত্র মোঃ ফরহাদ হোসেন (১৯)। তাদেরকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে মোঃ ফরহাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা জরুরী বিভাগে চিকিৎসা নেন। প্রত্যক্ষদর্শী সোহেল মিয়া বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষকে যখন ঘরে থাকতে বলা হয়েছে, ওরা তখন মোটর সাইকেলে আনন্দ ভ্রমণে বেড়িয়েছে। ওদের জন্য এটা ‘করোনা উৎসব’। বেগতিক চালাতে গিয়ে এ দুর্ঘটনা শিকার হয় চারজন।

টি.কে ওয়েভ-ইন