শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

করোনা প্রতিরোধে ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের মাস্ক বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২২, ২০২২, ৭:৪৯ অপরাহ্ণ

করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন হু-হু করে বাড়ছে। ময়মনসিংহ নগরীসহ এই জেলাও এই প্রকোপ থেকে পিছিয়ে নেই। প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী নগরময় সচেতনা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে ব্যাপক তৎপরতা এবং মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে। ময়মনসিংহের দায়িত্বশীল মানবিক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী মডেল থানা পুলিশ গত কয়েকদিন ধওে মাস্ক বিতরণ ও সচেতনামুলক কার্যক্রম পরিচালনা করছে। বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানা পুলিশ পৃথক ৪ টি মোবাইল টিমের মাধ্যমে শহরের চার স্থানে একযোগে মাস্ক বিতরণ করে। এ সময় পথচারী, যাত্রী ও জনসাধারণকে সার্বক্ষণিক মাস্ক পরিধান করে নিত্যদিনের কাজ করার আহবান জানানো হয়। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ একটি টিমে মাস্ক বিতরণকালে বলেন, মাস্ক পড়–ন, নিজে সুস্থ থাকুন এবং অন্য কে সুস্থ থাকতে সহায়তা করুন। মাস্ক পড়–ন নিজে সুস্থ্য থাকুন পরিবারকে সুস্থ্য রাখুন। উল্লেখ্য পুলিশ পরিদর্শক শাহ কামাল আকন্দ ২০২০ সালে করোনার শুরু থেকে জীবনে ঝুকি নিয়ে দিনরাত মানুষের সেবায় নিয়োজিত হন। সেই থেকে চলছে অবিরাম।