শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে করোনারোধে বিধি-নিষেধ আরোপ বিষয়ক আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২২, ৭:৪৩ অপরাহ্ণ

ময়মনসিংহে করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

সভায় জেলা প্রশাসক বলেন, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাসহ সকল জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার নূরে আলম সিদ্দিকি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ- সভাপতি শংকর সাহা সহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সাধারণ মানুষকে সচেতন করতে আদালত পাড়ায় মাক্স বিতরন করেন। এসময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।