বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

করোনামুক্ত গৌরীপুর : ১৬৭জনের পরীক্ষায় নেগেটিভ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ২৮, ২০২০, ১২:১১ পূর্বাহ্ণ

প্রধান প্রতিবেদক :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এখন পর্যন্ত করোনামুক্ত এলাকা হিসাবে পরিচিত। বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রবিউল ইসলাম নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত ১৬৭জনের নমুনা পরীক্ষা করা হয়েছিলো। তাদের সবারই নেগেটিভ এসেছে। কোভিড-১৯ ভাইরাসের কোন আলামত পাওয়া যায়নি।

অপরদিকে ঈশ্বরগঞ্জ হাসপাতালের ক্লিয়ারম্যান ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয় করোনা পজেটিভ হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষাও নেগেটিভ এসেছে। দু’টি পরিবার থেকে ৩২জনের নমুনা সংগ্রহ করা হয়, সবার নেগেটিভ এসেছে।

এদিকে এবার উপজেলার সহনাটী ইউনিয়নের একজন সহকারী শিক্ষা অফিসারের করোনা পজেটিভ হওয়ার খবর নিশ্চিত করেন ডাঃ মোঃ রবিউল ইসলাম। তিনি নেত্রকোনা জেলার সহকারী শিক্ষা অফিসার। তাকে নেত্রকোণা আইসোলেশানে রাখা হয়েছে। তবে গৌরীপুরে যাতায়ত করায় তার পরিবারের নমুনা বৃহস্পতিবার সংগ্রহ করা হবে বলেও তিনি জানান।