শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

করোনাকে নির্মূল করা যাবে না, ফ্লু হয়ে ফিরবে বারবার: চীন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৮, ২০২০, ৫:৪৩ অপরাহ্ণ

অনলাইন নিউজ ডেস্ক :

করোনা ভাইরাসকে একেবারেই নির্মূল করা সম্ভব হবে না। এটা প্রতি বছরই ফ্লুর মতো রোগ হিসেবে ফিরে আসবে। কখনও কখনও ভয়াবহ আকার নেবে।

এমনই তথ্য দিলেন করোনার উৎপত্তিস্থল দেশ চীনের গবেষকরা। এই রোগের সংক্রামিত বহু বাহক থাকায় এটির বিস্তার পুরোপুরি রক্ষা করা কঠিন হয়ে উঠবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

চীনের নামকরা মেডিক্যাল সংস্থা ইন্সটিটিউট অব প্যাথোজেন বায়োলজির প্রধান জিন কি বলেছেন, ‘খুব সম্ভবত এটি মহামারি হয়ে দীর্ঘদিন মানুষের সঙ্গে থাকবে। কারণ এই ভাইরাস মানুষের শরীরে দীর্ঘদিন টিকে থাকতে পারে।’

এই গবেষকের দল সোমবার বলেছে, সার্স ভাইরাসের মতো করোনা ভাইরাসও বহু বছর ধরে সমস্যা তৈরি করবে। কারণ যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে জ্বরের মতো কোনো স্পষ্ট প্রকাশ পাচ্ছে না।

বেইজিংয়ে এক ভিডিও কনফারেন্সে চীনা গবেষকরা বলেন, দীর্ঘদিন সামাজিক দূরত্ব ও লকডাউন চালালে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে। তবে একেবারেই শেষ হবে না। এজন্য তারা এখনও এই ভাইরাস বহনকারীদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে। সূত্র: ব্লুমবার্গ, ইয়াহু নিউজ