শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কম্পিউটার চুরির ঘটনায় বহিষ্কৃত যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২১, ৪:১৮ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার একুশে ফ্রেবুয়ারী লাইব্রেরি ভবন থেকে কম্পিউটার চুরির ঘটনায় মুলহোতা যুবলীগের সাবেক নেতা পলাশ শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে মাদারীপুরের টেকেরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পলাশ গোপিনাথপুর ইউনিয়নের বহিষ্কৃত যুবলীগ সভাপতি।

সোমবার গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের তথ্য অনুযায়ী, রোববার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের টেকেরহাটে একটি গাড়ি তল্লাশির মাধ্যমে পলাশ শরীফকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে গোপালগঞ্জ সদর থানায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞসাবাদ চলছে।

প্রসঙ্গত, গত ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১০ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টি.কে ওয়েভ-ইন