শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

এসএসসি ফলাফলের দিনে ভিন্ন চিত্র গৌরীপুর আইটি এলাকায়! : গৌরীপুরে এসএসসি রেজাল্টের উৎসবের দিনেও আইটি এলাকা ফাঁকা!

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৮, ২০২২, ৮:০৭ অপরাহ্ণ

তথ্য-প্রযুক্তি নির্ভর অনলাইন সেবা ও কম্পিউটারের কম্পোজের কার্যক্রম নিয়ে গড়ে উঠে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের হাতেম আলী সড়কে আই.টি এলাকা। যেকোনো ফলাফলের দিনে এ এলাকায় উৎসবে মেতে উঠে। তবে এর ভিন্নচিত্র দেখা গেলো সোমবার (২৮ নভেম্বর/২০২২)। এসএসসি ফলাফল প্রকাশ ও পরীক্ষার্থী বাড়লেও দোকানগুলো ছিলো ফাঁকা!

এ প্রসঙ্গে বিজয় কম্পিউটারের স্বত্তাধিকারী তৌহিদুল আমিন তুহিন জানান, তথ্য-প্রযুক্তির কারণেই আমরা তথ্য-প্রযুক্তির ব্যবসায়ীরা আজ ক্ষতিগ্রস্থ! এসএসসি ফল প্রকাশিত হওয়ার পরেও দোকানে একজনও আসে নাই। অথচ আগে পরীক্ষার্থী কম ছিলো, তারপরেও দোকানো ৩/৪শ মানুষের ভিড় জমে যেত। তিনি আরও বলেন, সবার হাতে হাতে প্রযুক্তি চলে যাওয়ায় এ ব্যবসার ধস নেমেছে।

কর্ণফুলি ফস্টোস্ট্যার্ডের স্বত্তাধিকারী মো. মাসুদ মিয়া জানান, এমন ফলাফলের দিন ১৬বছরের মধ্যে দেখি নাই। ফলাফল মানে মিষ্টির দোকান আর ফটোস্ট্যাট দোকানে উৎসবে পরিণত হতো। এখন চিত্রটা পাল্টে গেছে। স্বজন মিডিয়া সেন্টারের পরিচালক তাসাদদুল করিম জানান, ফল প্রকাশের দুই ঘন্টা হলো মাত্র ৩জন এসেছেন রেজাল্ট শীট নিতে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম জানান, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার জিটিএর-৫ পেয়েছে ৪৩৯জন। উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৪হাজার ৮৫০জন। পাশ করেছে ৪হাজার ২১৬জন। পাশের হার ৮৩.৯৩শতাংশ। উচ্চ বিদ্যালয়ে ৩৮০জন, মাদরাসায় ৮জন ও কারিগরী শিক্ষা বোর্ডে ৫০জন। উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৪হাজার ৮৫০জন। পাশ করেছে ৪হাজার ২১৬জন। পাশের হার ৮৩.৯৩শতাংশ।