সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

এবার করোনার হানা গৌরীপুরে! আক্রান্ত-২১, আইসোলশনে ৭জন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৫, ২০২০, ১:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ঃ

করোনা ভাইরাসে আক্রান্ত সংক্রান্ত বাংলাদেশ প্রথম সনাক্ত হয় ৮মার্চ। এরপরে দীর্ঘ সময় চলে গেলেও গৌরীপুরে তেমন আক্রান্ত হয়নি। যে কয়েকজন আক্রান্ত হন তারা ছিলেন বহিরাগত (বাহিরে আক্রান্ত)। এবার ভিতরেই আক্রান্ত ও সনাক্তের সংখ্যা বাড়চ্ছে। শুক্রবার দুইজনের নমুনা পজেটিভ এসেছে গৌরীপুর। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম জানান, গৌরীপুরে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭জন। অন্য ১৪জন সুস্থ।

তিনি আরো জানান, মোট নমুনা সংগ্রহ করা হয় ৪১৩জনের। তাদের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৮৮জনের। কোভিড -১৯ পজিটিভ রোগী ২১ জন, বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৭ জন। আইসোলেশন থেকে মুক্ত: ১৪ জন।

আইসোলেশনে আছেন গৌরীপুর পৌরসভায় ১জন, মাওহা ইউনিয়নে ১জন, সহনাটি ইউনিয়নে ১জন,  রামগোপালপুর ইউনিয়নে ২জন, ডৌহাখলা ইউনিয়নে ২জন।