রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

এখনও বিদ্যুৎহীন ৮০ লাখ গ্রাহক: প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৫, ২০২২, ৪:২১ অপরাহ্ণ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এখনও ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এর মধ্যে ৬০ লাখ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ৷

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় থাকা গ্রাহকদের মধ্যে ৭০ শতাংশ আজ বিকেল নাগাদ সংযোগের আওতায় আসবেন। আর আগামীকাল বুধবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়ে যাবে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (আরইবি) সূত্র জানায়, ৩৫টি সমিতির ৯০ লাখ গ্রাহক বিদ্যুৎ সরবরাহ গতকালের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷  সকাল থেকে বিদ্যুৎ লাইন সচল করার কাজ শুরু হয়েছে। তবে অনেক এলাকা পানিতে ডুবে থাকায় কাজে বিঘ্ন ঘটছে।

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম জানিয়েছেন, চারটি এলাকা ছাড়া অন্য সব জায়গাতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি জানান, ঝালকাঠি জেলা শহর, জেলার কাঠাঁলিয়া উপজেলা, ভোলার চরফ্যাশন, ফরিদপুরের ভাঙ্গা ও গোয়ালন্দায় চলছে মেরামত কাজ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরের শহরাঞ্চল দুপুর পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিল৷