বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

একাদশে নেই মোস্তাফিজ-মুশফিক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৩০, ২০২১, ১২:১২ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ।  নেপিয়ারে টসভাগ্য মাহমুদউল্লাহর পক্ষে কথা বলেছে।  টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।

নিউজিল্যান্ড সফরে এই প্রথম টস জিতল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই টস হেরে ছিলেন ক্যাপ্টেন তামিম ইকবাল। প্রথম টি-টোয়েন্টিতে টস মাহমুদউল্লাহ রিয়াদও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন মাহমুদউল্লাহ।

দলের নির্ভরযোগ্য পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ।  তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন।  আগের ম্যাচে ৪ ম্যাচে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ।

আজকের ম্যাচেও দলে রাখা হয়নি মুশফিকুর রহীমকে। তবে সৌম্য সরকারকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে।

প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। আজ জিতলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে কিউইদের। সিরিজ বাঁচাতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

টি.কে ওয়েভ-ইন