শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

একটনী কালোমানিক উপজেলায় সেরা ॥ গৌরীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৬, ২০২২, ৭:২১ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বুধবার (১৬ ফেব্রুয়ারি/২০২২) ‘পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ স্লোগানে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী প্রাণিসম্পদ চত্বরে অনুষ্ঠিত হয়। মেলায় ২বছরে ষাঁড়ের ওজন একটন ছাড়িয়ে যাওয়ায় কৃষক মো. আলিম উদ্দিনের ষাঁড়, লাখটাকার পাঠা প্রদর্শনীতে মহেষ রাজবর উপজেলা শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন।

অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ নাজিমুল ইসলাম। বিজয়ী খামারী ও চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. নাজনীন সুলতানা, সাংবাদিক বেগ ফারুক আহাম্মেদ প্রমুখ। গাভী প্রদর্শনী সেরা হিমেল মিয়া, দ্বিতীয় জুয়েল মিয়া, ষাঁড়ে মো. আলিম উদ্দিন, দ্বিতীয় আনোয়ারুল ইসলাম, ছাগীতে সেরা হাবিবুর রহমান, দ্বিতীয় শফিকুল ইসলাম শামীম, পাঠায় সেরা মহেষ রাজবর, পাখিতে সেরা মাহমুদুল হাসান আদনান।