শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
রনবীর রায় রাজ || জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম৷
  • প্রকাশিত সময় : আগস্ট, ২, ২০২২, ১২:৫৫ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দলদলিয়া ও থেতরাই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ গরীব অসহায় পরিবার মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের প্রাপ্ত অনুদান থেকে সোমবার (১আগষ্ট/২০২২) নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়।

নগদ অর্থ সহায়তা অনুষ্ঠানে উলিপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য থেতরাই ইউনিয়ন পাকার মাথায় দশটি পরিবারের মাঝে ১০ হাজার ও ২০টি পরিবারে ৬ হাজার টাকা করে অর্থ সহায়তা করা হয়। দলদলিয়া ইউনিয়নে ১২টি পরিবারের মাঝে ১০ হাজার এবং ৩৫টি পরিবারে ৬ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। মোট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার নগদ অর্থ বিতরণ করা হয়।