বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

‘উইকেট বুঝে ষষ্ঠ বোলার নেওয়ার সিদ্ধান্ত’

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৯, ২০২৩, ৬:২৬ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ ক্রিকেট খেলে জিতেছে বাংলাদেশ। ধর্মশালায় মঙ্গলবার বাংলাদেশ দলের সামনে ইংলিশ পরীক্ষা। ওই ম্যাচের বাংলাদেশ একাদশ কেমন হতে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।

আফগানিস্তান ম্যাচের কম্বিনেশনে খেলবে নাকি বাংলাদেশের একাদশে ঢুকবেন অতিরিক্ত একজন পেসার বা স্পিনার? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে ওই প্রশ্নের উত্তরে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানিয়েছেন, তারা উইকেট ও কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেবেন।

হেরাথ বলেছেন, ‘এটা কন্ডিশনের ওপর নির্ভর করবে। যদি আরেকজন বোলার দরকার পড়ে অবশ্যই নির্বাচক, কোচ ও অধিনায়ক আরেকজন বোলার দলে নেবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে উইকেট দেখতে হবে। উইকেট পড়তে পারতে হবে।’

এছাড়া টাইগারদের লঙ্কান কোচ জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষেও শরীরি ভাষা, পরিকল্পনা বাস্তবায়ন ও মানসিকতার দিক থেকে আফগানিস্তান ম্যাচের মতোই আক্রমণাত্মক থাকবেন তারা, ‘নিজস্ব ব্র্যান্ড অব ক্রিকেট খেলতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ, এপ্রোচ, মাইন্ডসেট একইরকম থাকতে হবে।’

ধর্মশালার ইংল্যান্ডের ভয় যেন সাকিব-মুস্তাফিজ নন, আউটফিল্ড ভীতি পেয়ে বসেছে তাদের। সংবাদ সম্মেলনে আসা হেরাথকে ইংলিশ সাংবাদিকরা আউটফিল্ড নিয়ে একের পর এক প্রশ্ন করেছেন। হেরাথের মুখ থেকে অবশ্য কিছু বের করতে পারেননি তারা।