বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

 ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বার আব্দুস ছাত্তার বিজয়ী

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৩১, ২০২১, ৫:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভা তৃতীয় ধাপের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার (নারিকেল গাছ) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। বেসরকারি ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নি অফিসার দেওয়ান মোঃ সারোয়ার জাহান। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯ হাজার ৩৭ এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা)প্রতীক পেয়েছেন ৭হাজার ৯৬০। অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা) প্রতীক মোঃ সাফিকুর রহমান পেয়েছেন ৪৩৭ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীক শরীফ মোহাম্মদ জুলফিকার আলী টিপু পেয়েছেন ২৬২ ভোট। নির্বাচনে ৮৯.৯৯শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সংসক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছে ১নং ওয়ার্ডে মমতা তালেব (চশমা), ২নং ওয়ার্ডে নূরুন্নাহার কনা(চশমা) ৩নং ওয়ার্ডে হেলেনা আক্তার (টেলিফোন)। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সাইফুর রহমান ভূঞা রাসেল (ডালিম), ২নং ওয়ার্ডে আজিজুর রহমান জীবন (টেবিল ল্যাম্প), ৩ নং ওয়ার্ডে আব্দুল মোতালেব (ডালিম), ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম (উট পাখি), ৫ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম শহিদ (ডালিম), ৬নং ওয়ার্ডে শফিকুল ইসলাম লিংকন ( টেবিল ল্যাম্প), ৭ নং ওয়ার্ডে জহিরুল ইসলাম সুজন (উট পাখি), ৮ নং ওয়ার্ডে মো. রাসেল (টেবিল ল্যাম্প) ও ৯নং ওয়ার্ডে মেহেদী হাসান রুবেল (পানির বোতল) বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।