মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৬, ২০২২, ৭:৫৬ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোকন মিয়া (৫৫)কে ১২ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে প্রেরণ করে।

জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র হামিদ মিয়া ২০০৯ সালে খুন হয়। ওই মামলায় ২০১১ সালে আদালত আব্দুর রহমানের পুত্র খোকন মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। দীর্ঘ ১২ বছর পলাতক থাকার পর বুধবার দিবাগত রাতে এসআই সায়েদুর রহমান ও এসআই সাদী মোহাম্মদ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। একই রাতে অভিযান চালিয়ে প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আঠারবাড়ি ইউনিয়নের মৃগালি গ্রামের আব্দুর রহমানের পুত্র রায়হান মিয়া (৩৫) ও নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মহেশপুর গ্রামের আবু তাহেরের পুত্র এহসানুল হক (৩৭)কে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।