সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে রিকসা চালকদের কাছে চাঁদা দাবি আটককৃত দু’জনের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
||
  • প্রকাশিত সময় : জুন, ১৫, ২০২১, ১১:৫৭ অপরাহ্ণ

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়কে নিরীহ রিকসা চালকদের মারধর করে চাঁদা আদায়ের অভিযোগে ২জনকে আটক করে ভ্রাম্যমান আদালত ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ইউএনও’র নির্দেশে পৌর এলাকায় অভিযান চালিয়ে এসআই রেজাউল করিম চরহোসেনপুর গ্রামের আবুল হাসেমের পুত্র মো. শরিফ (২৬) ও চরশিহারী গ্রামের আ: রাজ্জাকের পুত্র তাইজুল ইসলাম (২৫) কে আটক করেন । আটিককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন দু’জনকেই ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তাদের কারাগারে প্রেরণ করেন।