রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৭, ২০২০, ১১:৫০ পূর্বাহ্ণ

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

আজ সোমবার বেলা ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা উমর আলী ও তারঁ মমেয়ে দিনাজপুরের ঘঘোড়াঘাট উউপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে ও মেজর সিনহাকে বিনা অপরাধে হত্যা করার প্রতিবাদে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঈশ্বরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড,ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।।

গত ২রা সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক ২টার দিকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে মারাত্বকভাবে আহত করায় ও তার পিতা মুক্তিযোদ্ধা উমর আলীর উপর বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং মেজর সিনহার হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দাবি করে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে অংশগ্রহণ করেন ঈশ্বরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার,পৌর মেয়র আব্দুছ সাত্তার,সাবেক কমান্ডার হাবিবুর রহমান হলুদসহ বীরমুক্তিযোদ্ধারা। মানবন্ধনে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন একাত্বতা পোষণ করেন।

মানবন্ধন শেষে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা। প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন স্মারকলিপি গ্রহণ করেন