বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে মাইজবাগ ইউপি নির্বাচনে নৌকার মাঝি মজনু প্রথম

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জানুয়ারি, ২০২২
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১, ২০২২, ১১:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ৭ম ধাপে ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার ওই প্রার্থী বাচাইয়ে উপজেলা ৬নং মাইজবাগ ইউনিয়নে তৃণমূলের ভোটে প্রথম স্থান লাভ করেছে আবু বাহারুল আলম মজনু। তিনি ১৯৯০ পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের পতাকা তলে কাজ করেছেন এবং ঈশ্বরগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। পরবর্তীতে যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় থেকেছেন। তার পিতা একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বড় ভাই আনোয়ার পারভেজ বর্তমানে ওই ইউনিয়নের চেয়ারম্যান। শনিবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল মুনসুরের সঞ্চালনায় তৃণমূলের বাচাই প্রক্রিয়ার উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক হামিদুল হক ফকির, সদস্য সাফির উদ্দিন আহমেদ ও ইউনিয়ন যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ৬৮জন ইউনিয়ন আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে কণ্ঠ ভোটে আবু বাহারুল আলম মজনুকে প্রথম, মিজানুর রহমান রতনকে দ্বিতীয় ও মো. ফরিদ মিয়াকে তৃতীয় করা হয়েছে।