শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে ভূয়া মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধ মামলার আসামী তারা মিয়া গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২১, ২০২১, ৯:৫৩ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুদ্ধাপরাধ ট্রাইবুনাল মামলার আসামী ভূয়া মুক্তিযোদ্ধা তারা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আঠারবাড়ী রায়ের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২০সালে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালে দায়ের করা ১১০নং মানবতা বিরোধী যুদ্ধাপরাধ মামলা আসামী আঠারবাড়ী ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের মৃত শমসের আলীর পুত্র তারা মিয়া (৭১) কে ট্রাইবুনালের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।
যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা জালিয়াতির মাধ্যমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন কারী তারা মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন।

আঠারবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার রঞ্জন ঘোষ রানা জানান, তারা মিয়া একজন রাজাকার, সে মুক্তিযুদ্ধার পিতাকে হত্যা করেছে। তার বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা হয়। তা ছাড়া মুক্তিযোদ্ধা যাচাই বাচাই তদন্ত করে তাকে ভূয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করেছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আব্দুস ছাত্তার জানান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে কল্যাণ ট্রাস্ট থেকে তারা মিয়া দীর্ঘ যাবৎ ভাতা উত্তোলন করে আসছিলো। রাজাকার হয়েও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করায় স্থানীয় মুক্তিযুদ্ধাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। এনিয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দেওয়া হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানায়, ট্রাইবুনালের নির্দেশে গ্রেফতার কৃত আসামীকে ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়।