রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে বিলে নিষিদ্ধ জাল ব্যবহারে অর্থদন্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৩, ২০২০, ৯:০৯ অপরাহ্ণ

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে জাল জব্দ ও জড়িত কয়েক ব্যক্তিকে অর্থদন্ড করা হয়েছে।

উপজেলার সোহাগী ইউনিয়নের ঢালিয়া বিলে অবৈধ পন্থায় কারেন্ট জাল ও বেড় জাল দিয়ে মাছ নিধন করে চলছিলো স্থানীয়রা। এমন খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএস সানোয়ার রাসেল অভিযানে যান। ওই সময় ২ হাজার মিটার কারেন্ট জাল ও ১০০ মিটার বেড় জাল জব্দ করা হয়। দুই হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয় ইয়াসমিন বেগম ও নার্গিস বেগম নামের দুই নারীকে।

এছাড়া মৎস্য ও পশু খাদ্য আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করায় সোহাগী বাজারের ব্যবসায়ী আমিনুল ইসলামকে ৬ হাজার, আতিকুর রহমানকে ৫ হাজার ও শরিফ আহমেদকে ৫০০ টাকা অর্থ দন্ড আরোপ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএস সানোয়ার রাসেল বলেন, উপজেলা মৎস্য খাদ্য বিক্রির জন্য লাইসেন্স নিতে হয়। উপজেলায় অর্ধশত দোকান থাকলেও মাত্র ২৪ টির লাইসেন্স রয়েছে। তার মধ্যে অধিকাংশের লাইসেন্স নেই। এছাড়া নিষিদ্ধ জাল দিয়ে মাছ নিধন করায় মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে সেইসাথে আদালতের মাধ্যমে সাজার ব্যবস্থা করা হচ্ছে। এ অভিযান নিয়মিত চলবে।##