শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে প্রশাসনের প্রেস ব্রিফিং

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ), প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : মার্চ, ২১, ২০২৩, ৬:৪৩ অপরাহ্ণ

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সভাপত্বিত করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন। উল্লেখ্য যে, এরমধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলায় ২৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। আগামী ২২ মার্চ চতুর্থ পর্যায়ের ১ম ধাপে ৬১ টি গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হবে। সবমিলিয়ে ৩৫০টি ঘর হস্তান্তর করা হবে। এসব ঘরে দু’টি বেড রোম, বারান্দা, রান্নাঘর ও শৌচাগার রয়েছে। এছাড়াও এ পরিবার গুলোর জন্য বিদ্যুৎ ও সুপ্রিয় পানির ব্যবস্থা রয়েছে। উদ্বোধনের দিন উপকার ভোগীদের মাঝে গৃহ প্রদানের সনদ, কবুলিয়ত দলিল ও নামজারীর খতিয়ানও হস্তান্তর করা হবে।