শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র মাদকসহ আটক ১০

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৭, ২০২১, ৮:০০ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডাকাতি করার প্রস্তুতির সময় অস্ত্র মাদক ব্যবসায়ীসহ ১০জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার আটককৃতদের ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে পৌর শহরের হাসপাতাল রোডে মারফত চেয়ারম্যান প্লাজায় একটি কক্ষে ডাকাতি করার প্রস্তুতির সময় শামীম আহম্মেদ (৫০), শফিকুল ইসলাম শফিক ওরফে শফি পুলিশ (৪০) (সাবেক পুলিশ সদস্য), মতিউর রহমান সেজান (৩০), মোজাহিদুল ইসলাম (২২) রিয়াদুল ইসলাম প্রান্তর (২৩) কে আটক করে। তাদের কাছ থেকে ৩৫পিচ ইয়ারা, দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। অপর এক অভিযানে নতুল বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী সুজন মিয়া (৪৫) ও সাদ্দাম হোসেন টিটু (৩০) কে ২৫পিচ ইয়াবাসহ আটক করে এবং খেলার মাঠ এলাকা থেকে যুবরাজ মিয়া (১৯) কে একশগ্রাম গাঁজাসহ আটক করে। এছাড়াও নারী নির্যাতন মামলায় সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া গ্রামে জয়নাল মিয়া (২৩) ও নন এফআইআর মামলায় চরনিখলা গ্রামের শাহরুল (২২) কে আটক করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, ডাকাতির প্রস্তুতি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।

 

টি.কে ওয়েভ-ইন