মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সংঘর্ষ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১১, ২০২২, ৮:৩৫ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ কালে সংঘর্ষের ঘটানা ঘটেছে। এতে অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছে।

রোববার(১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে চলমান ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করার সময় চরনিখলা উচ্চ বিদ্যালয় মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কাছে পরাজিত হয়ে ইট পাটকেল মারতে থাকে এতে মধুপুর উচ্চ বিদ্যালয়ের অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে নিরাপদে বাড়ি পৌচার ব্যবস্থা করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, ইউএনও হাফিজ জেসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি জয়নাল আবেদিন, সহ দপ্তর সম্পাদক রুহুল আমিন রাহুল প্রমুখ।