রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে খাদ্য সহায়তা পেলো ২০০০ পরিবার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ জুলাই, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৫, ২০২০, ১২:৩৯ অপরাহ্ণ

আর.কে রাজু-  ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৌর এলাকার ২০০০ পরিবারে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা চত্বরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি শুরু হয়।

করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা বরাদ্দ দেওয়া হয়। পৌরসভার অসহায় নাগরিকদের প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণের উদ্যোগ নেওয়া হয়। বুধবার পৌরসভা চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অসহায় মানুষের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছানো হয়।
বুধবার পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার, ট্যাগ অফিসার ভ্যাটেনারি সার্জন ডা. অমিত দত্ত, পৌর কাউন্সিলর হারুন অর রশিদ রৌশন, কাউন্সিলর আবদুল মোতালেব প্রমুখ।##