সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে আলোর অনির্বাণ সংগঠনের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩১, ২০২১, ১১:৩৯ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের আলোর অনির্বাণ সংগঠনের উদ্যোগে বই খুলে পরীক্ষায় অংশগ্রহণকারী ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর মেধাবী ৬০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল। শুক্রবার উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে রাইসুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হালিম,ডাক্তার নির্ঝর সাহা শুভ, ঈশ^রগঞ্জ উপজেলা স্বাধীনতা শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক আব্দুল্লাহ আল মামুন কামাল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম,জয়নাল আবেদিন মঞ্জু, সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল ফয়সাল, তৌহিদুল ইসলাম রাজীব ,আব্দুল্লাহ আল মুরাদ। এছাড়াও পাবলিক বিশ^বিদ্যালয়ে চান্স প্রাপ্ত ৭ জন ও এস এসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।