শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে অসংক্রামক ব্যাধিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩১ মে, ২০২৩
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : মে, ৩১, ২০২৩, ৬:২৭ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা ব্যুারোর হেল্থ এডুকেশন এন্ড প্রমোশনের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অসংক্রামক রোগ ব্যাধি প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় মানবদেহে অসংক্রামক রোগ ব্যাধি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ এমন রোগ যা প্রাণী থেকে প্রাণীতে ছড়ায় না এ গুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে করণীয়। মানুষের খাদ্যাবাসে পরিবর্তন আনা যেমন চিনি, তেল, চর্বি যুক্ত খাবার, কাঁচা লবণ, ফাস্ট ফুড জাতীয় খাবার ও ধুমপান পরিহার করা।

নিয়মিত হাঁটা, শরীরচর্চা, কমপক্ষে ৭ঘন্টা ঘুমানো, ওজন ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার সম্পর্কে কর্মশালায় আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লোপা চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডা. সুব্রত কুমার পাল। উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. শারমিন ইসলাম, ডা. তামান্না তাবাস্সুম জুহি, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহ আলম প্রমুখ।