সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে অর্ধ কোটি টাকার মালামালসহ ট্রাক ডাকাতি

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৪, ২০২২, ১১:১৩ অপরাহ্ণ

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলা মাইজবাগ এলাকায় প্রায় অর্ধ কোটি টাকার মালামালসহ ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় শনিবার রাত ৯ টায় ট্রান্সপোর্টের মালিক কামাল হোসেন বাদি হয়ে মামলা করেন।

জানা যায়, শুক্রবার রাতে নারায়নগঞ্জ থেকে সুপারি ভর্তি
ট্রাকটি নেত্রকোণার দুর্গাপুর যাচ্ছিল। এসময় ঈশ্বরগঞ্জ মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাসষ্ট্যান্ডের কাছাকাছি পৌঁচালে ডাকাতদল পথরোধ করে চালককে জিম্মি করে ৪৭ লাখ টাকার মালামালসহ ট্রাকটি নিয়ে যায়।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ নারায়নগঞ্জ ফতুল্লা থানার লিংক রোড রঘোনাথপুর এলাকা থেকে খালি ট্রাকটি উদ্ধার করে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শনিবার রাতে ভোলার লালমোহন উপজেলার জুলেখা ট্রান্সপোর্টের মালিক কামাল হোসেন বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, ট্রাকটি
উদ্ধার করা হয়েছে, তবে লুন্ঠিত মালামাল পাওয়া যায়নি। লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ডাকাতদলের কেউ গ্রেফতার হয়নি।