শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে অর্ধ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৫, ২০২০, ৭:০০ অপরাহ্ণ

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী গ্রামে দেড় কোটি টাকারও বেশি টাকা ব্যয়ে নির্মাণ হতে যাচ্ছে ৫৫০ মি. ড্রেনেজ সিস্টেম। আজ বৃহঃবার দুপুরে এ ড্রেনেজ ব্যবস্থার উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও ঈশ্বরগঞ্জ পৌরসভার আওতায় এই ড্রেন নির্মাণ করা হচ্ছে বলে জানা যায়। ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম. ফরিদ উল্লাহ ফরিদ, ১নং ইউনিয়ন সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা, “জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর” মাদ্রাসার মুহতামিম মাওঃ নুরুল ইসলাম , ৯নং ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় কাউন্সিলর হারুন-অর-রশিদ প্রমুখ।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার বলেন, আমি চেষ্ঠা করেছি ১ম শ্রেণির পৌরসভা হিসেবে ঈশ্বরগঞ্জকে একটি উন্নততর পৌরসভায় উন্নত করতে। সেই লক্ষ্যে এ ধরনের ড্রেনের কাজের ব্যবস্থা করেছি। এ ধরণের ড্রেনেজ পৌরসভায় প্রথম হচ্ছে। ড্রেন নির্মাণ হলে এলাকার পানি নিষ্কাশন হবে সহজে। নির্মাণ কাজ যেন শতভাগ মানসম্মত হয়,সে ব্যাপারে ঠিকাদাররা প্রতিও আহ্বান জানান তিনি।