সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের করোনায় মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৮, ২০২০, ৮:৫৮ অপরাহ্ণ

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

আজ শুক্রবার বিকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে হাশিম উদ্দিন (৬৫) নামে করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (অবঃ) প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি…..রাজিউন)

হাশিম উদ্দিন গত ৩ বছর আগে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার শতবর্ষী প্রতিষ্ঠান ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামে।

ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল বলেন,আজ থেকে ১৯ দিন আগে উনার করোনা পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে কিছুদিন আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে উনার মৃত্যু হয়।