মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আব্দুল্লাহ আল মামুন এর একটি কবিতা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৬, ২০২০, ৭:৪৮ অপরাহ্ণ

  আমি কে, কে আমার, আমি কার?

আমি কে, কে আমার, আমি কার?
খুঁজে ফিরি এ তিন প্রশ্নের সমাচার!
এ কেমন খেলা বিধাতার?
পিতৃ মেরুদন্ড আর মাতৃ বক্ষরস
করে সমাহার
পাঠালেন ভূমন্ডলে দিলেন তার প্রতিনিধিত্বের ভার।
চলতে হবে হুশ করে মেনে সত্যবাণী তার,
দিলেন স্বাধীনতা, দিলেন বোধগম্যতা
আবার চরিত্র হরণে দিলেন ইবলিশের আচার!
আমি কে, কে আমার, আমি কার?
খুঁজে ফিরি এ তিন প্রশ্নের সমাচার!
ক্ষণিকের আয়ু দিয়ে আত্মা নামের বায়ু দিয়ে
দিলেন মায়ার এ সংসার!
কর্মভুলের কারণে পরপারে হবে বিচার,
সেদিন কেউ রবে না আমার
দারা-পুত্র কিংবা আপন পরিবার!
আমি কে, কে আমার, আমি কার?

কবিঃ আব্দুল্লাহ আল মামুন

সহকারি শিক্ষক,বড়হিত উচ্চ বিদ্যালয়!