শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গৌরীপুরে এমপি ও পৌর মেয়রের জনসভা! অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৬, ২০২১, ১২:৫৬ পূর্বাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এমপি ও মেয়র দ্বন্দ্বের উত্তেজনা ঢামাডোল বেড়েই চলছে। আজ ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহরের ধানমহালে জনসভা ডাক দিয়েছেন। এ জনসভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। একইদিনে শহরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় জনসভার প্রস্তুতি নেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এ নিয়ে শহরে আবারও উত্তেজনা ও শংকা বিরাজ করছে।
শেষখবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৮টায় মুক্তিযোদ্ধা মার্কেট এলাকা থেকে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের জনসভার মঞ্চ সরিয়ে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে নেয়া হচ্ছে। পুরো শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় সভাস্থল পরিদর্শন করেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সুবর্ণজয়ন্তী উপলক্ষে জনসভার বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
জানা যায়, গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ৫ম ধাপের নির্বাচনের দিনেই নবনির্বাচিত (টানা ৩বার) মেয়র সৈয়দ রফিকুল ইসলামের বিরুদ্ধে ময়মনসিংহ কোতয়ালী থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রী করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এ জিডি প্রত্যাহারের দাবিতেও আন্দোলনে নামে মেয়র সমর্থক।
অপরদিকে ঐতিহাসিক ৭মার্চ উদযাপনের দিনে পৌর ভবনের সামনে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে গুলিবর্ষণের অভিযোগে এনে তিনি গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। অপরদিকে এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এর গাড়ি বহরে হামলার অভিযোগে এনে তারপক্ষে উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেন। পাল্টাপাল্টি মামলার কারণে পৌর নির্বাচনের পরবর্তী সময়ে আবারও উত্তপ্ত হয়ে উঠে ময়মনসিংহের গৌরীপুর। এ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি সংবাদ সম্মেলন করেন। এ সংবাদ সম্মেলনের পরবর্তীতে পাল্টা সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
উল্লেখ্য যে, গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম নারিকেল গাছ প্রতীকে ৭হাজার ৮৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে শফিকুল ইসলাম হবি পান ৭হাজার ২৬৬ ভোট। গৌরীপুর পৌরসভা নির্বাচনের আগাম প্রচারণা চালাতে গিয়ে গত ১৭ অক্টোবর সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র খুন হন। এ হত্যা মামলায় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের আসামী করে মামলা দায়ের করেন নিহত শুভ্র’র ছোট ভাই আবিদুর রহমান। মামলাটি ময়মনসিংহ জেলা গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।