বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৫, ২০২০, ৮:৪৯ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক:

আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার জন্য তিন মাসে শেষ করা যায় এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা শিক্ষার্থীদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়তো এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই-এক মাস পিছিয়ে যাবে।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে আসছে। এবার করোনার কারণে এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া গেলেও এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।

টি.কে ওয়েভ-ইন