রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

অসহায় মানুষদের পাশে ‘কানেক্ট বাংলাদেশ’

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৯, ২০২০, ২:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

সামাজিক সংগঠন ‘কানেক্ট বাংলাদেশ’ দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ‘কানেক্ট বাংলাদেশ’ বিশ্বব্যাপী প্রবাসীদের একটি সংগঠন।

বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার- এ শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের একটি এলাকার স্বল্প আয়ের মানুষের পাশে সংগঠনটি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

ইতালির সমন্বয়ক শাহ আলমের নেতৃত্বে এ মানবিক কার্যক্রম সম্পন্ন করা হয়। সংগঠনের সদস্যরা বলেন,আসুন আমরা সবাই মিলে অসহায়দের পাশে দাঁড়াই।

অন্যদিকে আন্তর্জাতিক প্রবাসী সংগঠন কানেক্ট বাংলাদেশ এ ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী নাগরিকদের সুবিধার্থে হটলাইন চালু করেছে।

পাশাপাশি সংগঠনের সদস্যদের সহায়তা দিয়ে স্বল্প পরিসরে বাংলাদেশে খাদ্যসামগ্রী সহযোগিতা কার্যক্রম পরিচালনা করছে। এভাবে দেশে ও প্রবাসের সব সংগঠনকে নিম্ন আয়ের মানুষের জন্য এগিয়ে আসতে ‘কানেক্ট বাংলাদেশে’র নেতারা আহ্বান জানিয়েছেন।