শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

অনর্থক প্রতীক্ষা : শরিফুল স্মরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৫, ২০২০, ১২:৪৪ পূর্বাহ্ণ

প্রেয়সী,
গোধূলী লগনে নদীর পাড়ে বসেছো কভু?
কল্লোল এর খেলা দেখেছো?
জলতরঙ্গের বাণী শুনেছো?
আমি শুনেছি!
জানো? ওরাও ক্ষুধার্ত, ওদেরও ক্ষুধার জ্বালা আছে।
গ্রীষ্মে খরার জ্বালা।
ওরা পানাহারের আকুতি ছুঁড়ে ফেলে দিগন্তে।
আকাশ কথা দেয়,
ঝড়ো হাওয়ায় বৃষ্টির কণা উপঢৌকন হিসাবে পাঠাবে।
অন্তরীক্ষ প্রতিশ্রুতি রক্ষা করে না।
ঊর্মির অপেক্ষার সমাপ্তি ঘটে বর্ষায়।

প্রেয়সী,
আমায় তুমি ঢেউ সমতুল্য করে রেখেছো।
তোমার প্রাচুর্যের রুদ্ধদ্বার।
কড়া নাড়লেও সাড়া মিলেনা।
আমার হৃদকম্পন তোমায় বিন্দুমাত্র ব্যথিত করেনা।
ওদের তো তাও বর্ষায় ভরসা করারা অধিকার রয়েছে।
আমার?
আমার নেই,
ভোর, সকাল, দুপুর, বিকাল, গোধূলী, সন্ধ্যা;
এমনকি রাত্রির সমাপ্তি হলেও তুমি ফিরবেনা।
আমি জানি,
তবুও অনর্থ ক প্রতীক্ষা।