-
- আন্তর্জাতিক, জাতীয়, স্লাইড
- তারাকান্দায় প্রতিবন্ধীদের মাঝে হইল চেয়ার বিতরণ
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
- প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩, ২০২৪, ১:৪৯ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দায় গতকাল মঙ্গলবার রেলি আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় জানা গেছে এস, ডি, ডি এস প্রকল্প ও কারিতাস ময়মনসিং অঞ্চল আয়োজিত রেলি ও আলোচনা সভা উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না সুলতানা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তমা চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম আকন্দ কারীতাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার এলটুশ নকরেক, প্রমুখ।
এই বিভাগের আরও খবর