ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ উদ্যোগে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ৭৬তম জন্মোৎসবে বুধবার (১৩ নভেম্বর/২৪) পালিত হয়েছে। কেককাটা, বর্ণিল শোভাযাত্রা, স্মৃতিচারণ- গৌরীপুর জংশন গ্রন্থ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুরের স্বজন উপদেষ্টা মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। ‘হুমায়ূন আহমেদ ও গৌরীপুর জংশন গ্রন্থ’ আলোচনায় অংশ নেন যুগান্তরের ঈশ^রগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারনণ সম্পাদক সুজিত কুমার দাস, সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক এইচ.টি তোফাজ্জল হোসেন, দি চাইল্ড বেøাজম কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক নার্গিস আক্তার, উদীচী শিল্পী গোষ্ঠি গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, শামীম আনোয়ার, আফ্রিদী হাসান নিরব, শামীম আনোয়ার, আব্দুর রউফ, স্কাউটের নাফিসা হাসান হৃদি, ফারজানা ইসলাম সুমাইয়া, সরনা আক্তার রাণী প্রমুখ।
এছাড়াও শুভসংঘের উদ্যোগে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই কর্মসূচি থেকে ভক্তরা গৌরীপুর জংশনে হুমায়ুন আহমেদের স্মৃৃতি রক্ষা ও মোহনগঞ্জ-ঢাকা রেলপথে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেনের নাম হুমায়ূন আহমেদের নামে কিংবা তার উপন্যাসের চরিত্রের নামে নামকরণের দাবি জানান।