-
- তারাকান্দা, ময়মনসিংহ জেলা, স্লাইড
- তারাকান্দায় বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি- ফুল মিঞাা, সাধারণ সম্পাদক-জুনায়েত
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
- প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৯, ২০২৪, ২:৩০ অপরাহ্ণ
তারাকান্দা (মযমনসিংহ) প্রতিনিধি।। ময়মনসিংহের তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন (২৮ সেপ্টেম্বর)শনিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব কামরুজ্জামান সরকার ফুল মিঞা (ঘোড়া) প্রতীকে ২৯১ ভোটে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ এমদাদুল হক মন্ডল (ছাতা)২২২ভোট। সাধারণ সম্পাদক পদে জুনায়েত হোসেন আকন্দ(মাছ) ১৭৫ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আবুল বাশার বাদশা (গোলাপ ফুল) ১৫৬ভোট পান।
সহ সভপতি পদে মোঃ দেলোয়ার হোসেন দুলাল মুন্সি(হাতপাখা)২৭৭,যুগ্ন সম্পাদক পদে আব্দুল্লাহ লিটন (ক্রিকেট ব্যাট)৩৫৭,সাংগঠনিক সম্পাদক পদে আফাজ উদ্দিন (হরিণ)৩০৯ভোট ও সদস্য পদে মোঃ অতিকুল ইসলাম আতিক (চশমা),আনোযার হোসেন ফকির (তালা) ও বিল্লাল হোসেন (হাঁস) প্রতীক নির্বাচিত হন।উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
এই বিভাগের আরও খবর