বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্বপর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধরাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর/২০২৪) ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবরে দেয়া স্মারকলিপি রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ গ্রহণ করেন।
এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিব) গৌরীপুর শাখার আহŸায়ক মো. রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন যুগ্ম আহŸায়ক আবু তাহের সিদ্দিক। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. মাকছুদুল আলম,
মো. সারওয়ার জাহান, শিক্ষক মো. আব্দুল হালিম, মো. আব্দুর রাশিদ, মো. আল কামাল, একেএম আমিনুল হক, মো. নাজমুল ইসলাম, মো. মোজাম্মেল হক, রুপম রশীদ অপরূপা, মো. নয়ন মিয়া, মো. বিল্লাল হোসেন, রামকৃষ্ণ মজুমদার, আবু তাহের সিদ্দিক, আনিসুর রহমান, মো. জহিরুল ইসলাম, আব্দুল হান্নান, খালেদা আক্তার খাতুন, মোছা. সাহিদা বেগম, সুমন চন্দ্র পÐিত, মো. নজরুল ইসলাম, মোছা. কাকন দাস, সুমন চন্দ্র সাহা, জলী আক্তার সুলতানা, ফখরুল ইসলাম, মো. মাহবুবুল আলম, নিবাস চন্দ্র বর্মন, মুহাম্মদ ইয়াহিয়া, মো. ইদ্রিস আলী, মো. আব্দুল ওয়াহাব, মো. আল মাসুদ, নার্গিস আক্তার, ফারজানা নাসরিন, বিলকিস আঞ্জোমানারা, আয়েশা বিলকিস, মো. আবদুল জলিল, নূর ইসলাম, মো. আব্দুল গফুর, মাহবুব আহমেদ প্রমুখ।