ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের গোরস্থান থেকে রোববার (১৫ সেপ্টেম্বর/২৪) অজ্ঞাতনামা যুবতী (২৪) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
যুবতীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, লাশের পরিচয় জানার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সনাক্তকরণের কাজ চলছে। এ ঘটনায় গৌরীপুর থানায় একটি মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ফতেপুর গ্রামের মৃত ফজর আলীর পুত্র আব্দুল খালেক (৪০) জানান, রোববার সকাল ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে গোরস্থানে মাঝে রঙিন কাপড়ে একজন নারীর লাশ দেখতে পান। তবে তিনি এই নারীকে চিনেন না। প্রতিবেশীরাও জানান, গলায় ওড়না পেঁছানো রয়েছে। তার সঙ্গে থাকা ব্যাগে জুতা ও অন্যান্য কাপড়, প্রশাসনী সামগ্রীও রয়েছে।