বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ময়মনসিংহের গৌরীপুর পৌর শাখার উদ্যোগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর/২৪) পৌর বাসস্ট্যান্ডে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও জেলা কৃষকদলের আহŸায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার আকন্দ।
কৃষক সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক কাজীয়েল হাজাত মুনসী। সঞ্চালনা করেন পৌর সাংগঠনিক সম্পাদক ইকবাল ভূইয়া, উপজেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক কাজী এনাম আহমেদ, হালুয়াঘাট কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন, ফুলপুর উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ঈশ^রগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি এডভোকেট রফিক উদ্দিন, ফুলপুর পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আব্দুল হালিম আকন্দ সানোয়ার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও জেলা কৃষকদলের আহŸায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার আকন্দ পৌর কমিটির বর্তমান কমিটির বিলুপ্তি ঘোষণা করেন।