-
- তারাকান্দা, ময়মনসিংহ জেলা, স্লাইড
- তারাকান্দায় বিদেশী মদসহ মাদককারবারি গ্রেপ্তার
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
- প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১১, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ
ময়মনসিংহের তারাকান্দায় থানা পুলিশ বিদেশী মদসহ আলমাছ উদ্দিন টিপু (২৪) নামে এক মাদক কারবারকে গ্রেফতার করেছে। জানাগেছে,
তারাকান্দা থানার এস.আই চন্দন সরকার, এএস.আই আব্দুল আলী সংগীয় ফোর্স সহ বুধবার সকাল ৯.০০ ঘটিকায় তারাকান্দা বাসস্ট্যান্ড এ চেকপোস্ট বসিয়ে ০৮ বোতল মদ সহ গ্রেপ্তার করে। সে ডুবড়া উপজেলার দক্ষিণ মাজপাড়া গ্রামের রহম উদ্দিনের পুত্র। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা করে বিজ্ঞ আদালতে ধৃত আসামিকে প্রেরণ করেছে।
এই বিভাগের আরও খবর