জামায়াতে ইসলামী বাংলাদেশ ময়মনসিংহের গৌরীপুর পৌর শাখার উদ্যোগে গেল শুক্রবার (৩০ আগস্ট/২০২৪) ‘আল্লাহর আইন চাই, সৎ লাকের শাসন চাই’ ¯েøাগানে কর্মী ও সুধী সম্মেলন গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন হাফেজ আবু ইউসুফ। সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা শরীফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বায়তুলমাল সম্পাদক আব্দুল বারী, ৮নং ওয়ার্ডের সভাপতি মো. মোখলেছুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ডের সভাপতি মো. মাজহারুল ইসলাম, টিপু মুনশী, হাফেজ ইমরান হোসেন, ইসলামী আন্দোলন গৌরীপুরের সভাপতি হাফেজ ইমরান হোসেন, বোকাইনগর ইউনিয়নের সেক্রেটারি মো. আনিসুর রহমান, ডৌহাখলা ইউনিয়নের সভঅপতি মাওলানা ফজলুল হক, মো. আল আমিন, ৫নং ওয়ার্ডের সভাপতি হাফেজ আইয়ুব আলী প্রমুখ।