-
- ক্যাম্পাস, জাতীয়, তারাকান্দা, ময়মনসিংহ জেলা, স্লাইড
- তারাকান্দায় বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
- প্রকাশিত সময় : আগস্ট, ২৭, ২০২৪, ৮:২০ অপরাহ্ণ
ময়মনসিংহের তারাকান্দায় বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল দুপুরে তারাকান্দা উত্তর বাজার কলেজ গেইটে ছাত্র ছাত্র সমাজ ও অভিভাবকের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ – শেরপুর সড়কের উপজেলা সদরের উত্তর বাজার কলেজ গেইটে মানববন্ধনে বক্তব্য রাখেন,রুবেল মন্ডল, মামুন ফকির, কামরুল হুদা, ফজলুল হক, শারমিন আক্তার প্রমুখ।
বক্তারা উক্ত কলেজের অধ্যক্ষ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমদের সহোদর ভাই অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ ও উপাধ্যক্ষ গৌতম কুমার দাসের অপসারণ দাবি করেন। বক্তারা আরো বলেন, দুর্নীতিবাজ অধ্যক্ষ কলেজে অনিয়ম দুর্নীতি মাধ্যমে আত্মীয় করণ করে ব্যাপক লুটপাট করছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে কলেজে অনুপস্থিত রয়েছে।
অবিলম্বে অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ ও উপাধ্যক্ষের গৌতম কুমার দাসের অপসারণ দাবি করেন ছাত্র -অভিভাবক।
এই বিভাগের আরও খবর