ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী ছাত্র ও ময়মনসিংহ জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান শামসুজ্জামান অমিসহ সব নিরপরাধ ছাত্রের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর জিলা স্কুলের সামনে মানববন্ধনে অংশ নেয় জিলা স্কুলের ২০১৮ ব্যাচসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তারা বলেন, অমি ১৩ দিন যাবৎ মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে জেলখানায় আছে। সে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। যে মুক্তিযোদ্ধা তার বীরত্বের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন। সেই মুক্তিযোদ্ধার ছেলেকে শুধু দাড়ি আছে বলে গ্রেফতার করা হয়েছে। অমির কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। অমির ওপর যে মামলা দেওয়া হয়েছে তা সম্পূর্ণরূপেই মিথ্যা এবং অগ্রহণযোগ্য। তাকে অমানবিক শারীরিক নির্যাতনের শিকারও হতে হয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই। অবিলম্বে শামসুজ্জামান অমির মুক্তি দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বুয়েট শিক্ষার্থী তানভীরুল ইসলাম সাজিন, বাকৃবি শিক্ষার্থী ইনান আহমেদ সৌহার্দ্য, হাজী দানেশ শিক্ষার্থী রিজওয়ানুল হক সৌমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অলিন্দ আল আরিব, রকিব আহমেদ, হাসান আল মাহমুদসহ ময়মনসিংহ জিলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।