ইউরোর ফাইনালে উঠেছে স্পেন ও ইংল্যান্ড। রোববার রাত ১টার ম্যাচে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালে চোখ থাকবে ভক্তদের। অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা ও হামেস রদ্রিগেজের কলম্বিয়া সোমবার সকাল ৬টায় খেলবে কোপা আমেরিকার ফাইনাল।
ওই দুই ম্যাচের জয়ী দল ২০২৫ সালে আরেক শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। যার নাম ফিনিলিজিমা। ইউরোর ফাইনাল জিতে ওই লড়াইয়ে মাঠে নামতে চান ১৭ বছর পূর্ণ করা স্প্যানিশ তরুণ ইয়ামাল।
তিনি চান কোপার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতুক। কারণ মেসি কোপা জিতলে ফিনালিজিমার ফাইনালে শৈশবের নায়ক লিওনেল মেসির বিপক্ষে খেলার স্বপ্ন পূরণ হবে তার।
ফাইনালের আগের সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘আমি চাইবো মেসি কোপা আমেরিকা জিতুক সঙ্গে আমি যেন ইউরো জিততে পারি এবং ফিনালিজিমার ফাইনালে তার বিপক্ষে খেলতে পারি।’