ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ জুন/২০২৪) রামগোপালপুর ইউনিয়নের বায়তুন নাজাত মাদরাসা প্রাঙ্গণে গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চারা বিতরণ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
এ আয়োজনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মজিবুর রহমান সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালি উল্লাহ শান্ত, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম রুবেল, গণমান্য ব্যক্তি মোখলেছুর রহমান, মো. চাঁন মিয়া, মাদরাসার শিক্ষক আব্দুল মান্নান, হাফেজ আব্দুল আজিজ, হাফেজ তারেক রহমান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান রাকিব প্রমুখ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ আয়োজনে ২শ গাছের বিতরণ ও রোপন করা হয়েছে বলে জানান, ছাত্ররীগ নেতা মো. মিজানুর রহমান রাকিব।