গৌরীপুর মহিলা কলেজ থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ২০২৩-২৪ সেশনে সরকারি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ২৩ মে/২৪ বৃহস্পতিবার অধ্যক্ষের কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুখ হায়দার হোসেন কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।
সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের চান্সপ্রাপ্ত জান্নাতুল মাওয়া, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত সুরাইয়া সুলতানা মৌ ও নেত্রকোণা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ঝর্ণা আক্তার।
সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. তামজিদুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রহমান, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, প্রভাষক মাহবুব আলম, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মোস্তাকিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সেলিম আল রাজ, প্রভাষক মো. আব্দুল আলীম খান, লাইব্রেরিয়ান মো. কামাল হোসেন, প্রভাষক নাঈম আহমেদ দিহান প্রমুখ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুখ হায়দার হোসেন বলেন, “বর্তমান সময়ে মানবিক ডাক্তারের খুবই অভাব। আশা করি তোমরা মানবিক ডাক্তার হবা, তোমাদের কাজ থেকে মানুষ প্রকৃত সেবা পাবে।” এসময় তিনি গৌরীপুরের গরিবের ডাক্তার খ্যাত ডাঃ আব্দুর মান্নানের মানবিক গুণাবলি তোলে ধরেন।