শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট৷ প্রথমবার মত আয়োজিত টুর্নামেন্টে স্কুলের ২০টি দল অংশ নিচ্ছে৷ নক আউট পদ্ধতিতে খেলা দ্বিতীয় রাউন্ড শেষে সেমিফাইনাল ও আগামী শনিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে৷
উদ্বোধন অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ মন্জুরুল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুশ শাকুর উপস্থিত ছিলেন৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহিনুর ফেরদৌস, গোল্ডেন ৯৪ ব্যাচের ওয়ালিউল্লাহ রুবেল, আবু বক্কর সিদ্দিক, প্রাক্তন শিক্ষার্থী মো. রিপন ডাক্তার ও সমাজ সেবক মো. জাকির হোসেন জিয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মাসুদ রানা আবুল, জাহিদ হাসান রাসেল, মো. রফিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সদস্য সচিব মো. আসাদ আল ফারুক, সদস্য মো. সোহেল রানা, মামুন অর রশিদ, মো. অলিউল্লাহ, সোহাগ রানা প্রমুখ৷
ঈদের দিন দুপুর ১টায় উদ্বোধনী ম্যাচের মাধ্যমে মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়৷ উদ্বোধনী ম্যাচে এ্যাভেঞ্জারস্ থার্টিন বনাম গ্লোরিয়াস ফিপটিন মধ্যকার খেলায় এ্যাভেঞ্জারর্স থার্টিন জয় লাভ করে৷ অপরদিকে ফাইটার্স ২০০৪ বনাম ড্রিমস ইলেভেন মধ্যকার খেলায় ড্রিমস ইলেভেন, দ্যা এলিট এইট বনাম ক্রেক প্লাটুন মধ্যকার খেলায় ক্রেক প্লাটুন জয় লাভ করে৷ দিনের শেষ খেলায় নির্ভয় ২০০৬ বনাম ওয়ারিয়ার্স ২০০৭ খেলায় ওয়ারিয়ার্স ২০০৭ জয় লাভ করে৷