শাহ্গঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদুল ফিতর ছুটিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলাকে কেন্দ্র করে প্রথমবারের মত আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে৷
সকল ব্যাচের সম্মিলিত সিদ্ধান্তক্রমে অত্র স্কুলের ২০০৯ ব্যাচের তত্বাবধানে সকল ব্যাচের সার্বিক সহযোগিতা টুর্নামেন্টের মিলনমেলা আয়োজিত হবে৷
টুর্নামেন্ট ইতিমধ্যে ১৯টি ব্যাচ বা দল অংশগ্রহণে টুর্নামেন্ট ফরম সংগ্রহ করেছে৷ ঈদের দিন ৩টি ম্যাচের মাধ্যমে শুরু করে ৩দিনের মধ্যে শেষ করা হবে বলে জানা যায়৷
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও ২০০৯ ব্যাচের সমন্বয়কারী মো. আসাদ আল ফারুক জানান, স্কুলটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ১৯৬৮ সাল থেকে এসএসসির ব্যাচ পাওয়া যায়, আমরা আয়োজক ব্যাচ হিসেবে ১৯৬৮ হতে ২০২৪ পর্যন্ত সকল ব্যাচকে আমন্ত্রণ জানিয়েছি, তাঁরা সাড়া দিয়ে ইতিমধ্যে ১৯টি দল অংশ নিবে বলে নিশ্চিত করেছে৷ আশা করছি, টুর্নামেন্টে কে কেন্দ্র করে জুনিয়র-সিনিয়রদের একটি পরিপূর্ণ মিলন মেলা অনুষ্ঠিত হবে৷